আজকের যুব সমাজ

আজকের যুব সমাজ ভীষন বেপরোয়া৷ বেপরোয়া হওয়া যুব সমাজের ধর্ম, কিন্তূ সেটা যদি ভালোর পথে হয় উন্নতির পথে হয় তাহলেতো কোনো আপত্তি নেই, সেটা ভালো৷ কিন্তূ যখন সেটা কারুর ক্ষতি করে তখন-ই শুরু হয় যত সমস্যা৷
  • যুব সমাজের একটা বড় অসুবিধা দেখা যাচ্ছে যেটা হলো নেশার প্রবণতা- অনেকেই আছে যারা এই সমস্যা থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছে বা বলা যায় বাঁচিয়ে রাখতে পেরেছে৷ এই নেশার সমস্যাটা যে সমস্ত কারণের জন্য হতে পারে সেগুলো হলো-
নিজের প্রতি হীনমন্নতা, বেকারত্বের সমস্যা এইসময়ের একটা বড় সমস্যা হয়ে দাড়িয়েছে৷ এই অবস্থায় হীনমন্নতার কারণে অনেক ছেলেমেয়েরা নিজেদের সত্তার যেটুকু বাকি আছে তাও বিসর্জন দিতে চায়৷ এছাড়া প্রেমে অসফল হলে বা পড়াশুনায় পিছিয়ে পড়লে এরকম মানসিকতা তৈরী হয়৷ ওদের বোঝা উচিত, মনের মধ্যে Negative ভাবনা তৈরী হলে এরকম হয়৷ নিজের মনটাকে শক্ত রাখতে হবে৷ যেকোনো কঠিন সমস্যার মোকাবিলা করতে হবে৷ সেটা যুব সমাজের পক্ষেই সম্ভব এবং কর্তব্য৷
  • আরেকটি বড় সমস্যা হলো অপরাধ প্রবণতা- এটা যদিও মনে হতে পারে বড় সমস্যা নয়৷ কারণ খুব কম ছেলেমেয়েরাই অপরাধ প্রবন বলে মনে হতে পারে৷ কিন্তূ কিছু কিছু ক্ষেত্রে তারা এমন কিছু কাজ করছে তাদের অভিভাবকদের অগোচরে এবং সবার অগোচরে যেটা ভীষন অপরাধের৷ বেশীর ভাগ ক্ষেত্রে তারা বুঝতেও পারেনা তারা কতটা অপরাধ করেছে বা করছে৷ পরে আফসোস করার সময় আবার অনেকে ভেঙ্গে পরে৷ সেটাও একটা বড় সমস্যার ব্যাপার৷
  • যুবা সমাজের আরেকটা বড় সমস্যা যেটা এখন হলো Cyber -crime - সেটা অন্যরকম অপরাধ প্রবণতা৷ সবকিছু থেকে আড়াল থেকে অপরাধ মূলক কাজ হলো এই Cyber .-crime৷ সবার বোঝা উচিত, এটা ভুল, এটা করা উচিত নয়৷ বিশেষ করে অন্যের সমস্যা তৈরী করার আগে নিজেকে অন্যের জায়গায় বসিয়ে যদি ভাবা যায় তাহলে বোধহয় এত সমস্যা তৈরী হয়না তাইনা৷
  • আরো অনেক সমস্যা রয়েছে বর্তমান যুবসমাজের৷ বন্ধুরা, তোমরা পড়, বোঝো, Comment কারো, আর সমস্যা গুলো এড়িয়ে চাল এবং অন্যেরাও যাতে চলে সেটার চেষ্টা কর৷
ভালো থেক ভালো রাখো .....







To download the Bengali fonts please click on the below image link-




ক্রিয়েটিভ কমনস লাইসেন্স
Permissions beyond the scope of this license may be available at http://www.blogger.com/profile/18347478395214519939.

No comments:

Post a Comment